শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিয়ালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার মূল হোতাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সঠিক তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সুনাম বহি:বিশ্বে নষ্ট করার মানষে রূপসার শিয়ালীতে এই ন্যাক্কারজনক কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।
তিনি আজ শুক্রবার বিকালে রূপসা উপজেলার শিয়ালীতে হামলায় ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো: মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন, রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন