শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দেশে তালেবানও নেই, জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৬:৩৫ পিএম

ফাইল ছবি


বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৮ আগস্ট) সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

তিনি বলেন, তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। কিন্তু কাবুল আমাদের থেকে অনেক দূরে তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ। দেশে কোনো বিশৃঙ্খলা নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো। বর্তমানে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উওর) সভাপতি হাজী ইমতিয়াজ, সভাপতি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোহাম্মদ দলিলুর রহমান ২৮ আগস্ট, ২০২১, ৮:৫৪ পিএম says : 0
বিষয়টি ????কর এতদিন বলেছেন তালেবানরা জংঞ্জীবাদএখন তালেবান আলাদা হয়ে গেলেন জংঞ্জী ও আলাদা হয়ে গেলেন,দুইটি এক সাথে ছিল,যাক ৠতু বদলে গেছে তালেবান ক্ষমতায় আসার পর আলহামদুলিললাহ।
Total Reply(0)
রুহুল আমীন যাক্কার ২৮ আগস্ট, ২০২১, ১০:৩৪ পিএম says : 0
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অজস্র ধন্যবাদ। তবে আপনার নিকট সবিনয় অনুরোধ যে,দেশে একদল তথাকথিত বুদ্ধিজীবী আছে যারা হক্কানী আলেম - উলামা তথা কওমি আলেমদের তালেবান/জঙ্গি ইত‍্যাদি অভিধায় আখ‍্যায়িত করার অপপ্রয়াস চালায়। তাদের এ বিষয়ে সতর্ক করবেন বলে আশা রাখি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন