শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কবি সরকার আমিনের গানলামি’র সিডি

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার একটি রেস্তোরাঁয় কবি সরকার আমিনের নিজের কণ্ঠে নিজের লেখা ও সুর করা গানের সিডি ‘গানলামি-চিকিৎসা’ সিডির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। সিডিটিতে মিউজিক সংযোজন করেছেন এস আর সজীব। সিডি প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, অধ্যাপক সৈয়দ আকরম হোসেন, কবি মনজুরে মওলা, কবি কামাল চৌধুরী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক বেগম আক্তার কামাল, অধ্যাপক ভীষ্মদেব চৌধূরী, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অভিনেতা খাইরুল আলম সবুজ, শিল্পী সমর মজুমদার, কবি জাহিদুল হক, ভ্রমণলেখক শাকুর মজিদ প্রমুখ। অ্যালবামটি প্রসঙ্গে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘গান নিয়ে পাগলামি করার অধিকার আমাদের সবারই থাকে। সরকার আমিন আরও গান করুক। গানলামি নিয়ে আরও এগিয়ে যাক। অভিনবত্বকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ‘গানলামি’ প্রসঙ্গে কবি সরকার আমিন বলেন, যেভাবে কবিতা লিখি সেভাবেই আমার ‘গানলামি’। এটা পূর্বপরিকল্পিত নয়। গানাবেগের অপেক্ষায় থাকি। সবিনয়ে বলি, আমার গানের গুরু মূলত পাখি। হতে পারে তা কাক কিংবা কোকিল। আমি তো তবলা না; হৃদয় বাজাই; শেয়ার করি আবেগ। সরকার আমিন আরও বলেন, কবিতা থেকে গান অনেক দূরে চলে গেছে। কবি আর গান লিখছেন না। এটা গান ও কবিতা দুটি শিল্প মাধ্যমেরই ক্ষতি। গান ও কবিতার দূরত্ব ঘোচাবার সময় এসেছে। রবীন্দ্রনাথ গান ও কবিতার মধ্যে বিবাহ দেবার প্রস্তাব করেছিলেন। সেই কাজ শুরু করতে হবে। সরকার আমিনের এই সিডির গানগুলো ফেইসবুকে ‘গানলামি’ পেইজে ও ইউটিউবে ‘গানলামি’ চ্যানেলে শোনা যাচ্ছে। তার গানলামি সিডিতে ১০টি ভিন্নধর্মী গান রয়েছে। গানগুলো ফেইসবুক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ সিডিটি প্রকাশ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন