শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বঙ্গবন্ধু স্মরণে বিজিএমইএ’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৭:২০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। শনিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলমান কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় উর্মি গ্রুপ, অনন্ত গ্রুপ ও শিন শিন গ্রুপের কারখানায় গাছের চারা রোপণ করেন।

বিজিএমইএ সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক শরীফ জহির, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী ও উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে বিজিএমইএ পরিবেশের সুরক্ষার পাশাপাশি দেশের জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ ব্যাপারে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজিএমইএ নেতারা কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির জন্য কারখানাগুলোতে প্রচারপত্রও বিলি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন