বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিম তীরে ৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে যে এ বছর পশ্চিম তীরে ৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি সেনাদের সরাসরি গুলিতে এসব ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের (ওসিএইচএ) অফিস এক প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে। শনিবার এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে পশ্চিম তীরের ২২১ ফিলিস্তিনিকে আহত করেছে ইসরাইলিরা। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২১ সালে পশ্চিম তীরের এরিয়া-সি এলাকায় ৫২৭ ফিলিস্তিনির বাড়ি-ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় ৭৩৩ ফিলিস্তিনিকে জোর করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়া হয়। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যেকার ১৯৯৫ সালের অসলো চুক্তি অনুসারে পূর্ব জেরুসালেমসহ সমগ্র পশ্চিম তীরকে এ, বি ও সি ব্লক এলাকায় ভাগ করা হয়। বর্তমানে পশ্চিম তীরের এরিয়া-সি এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য করছে ইসরাইল। এ অঞ্চলের প্রশাসন ও নিরাপত্তা ইসরাইলের নিয়ন্ত্রণে আছে। পশ্চিম তীরের এরিয়া-সি এলাকায় তিন লাখ ফিলিস্তিনি বাস করে। এ সকল ফিলিস্তিনির বেশির ভাগই হলেন বেদুইন ও গবাদিপশু পালনের সাথে জড়িত। তারা তাবু, কাফেলা ও গুহায় বাস করেন। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম হলো অধিকৃত এলাকা। তাই এ অঞ্চলে ইহুদি বসতি নির্মাণ অবৈধ। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন