বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২০২০ সালে আ.লীগের আয় ১০ কোটি ৩৩ লাখ টাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ১২:১২ এএম

নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের কাছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। ২০২০ বর্ষের নিরাক্ষা হিসাব দেখা যায়, গত বছর দলটির মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ বর্ষের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা কম। অর্থাৎ ২০১৯ বর্ষের চেয়ে ৫১ শতাংশ আয় কমেছে তাদের। আর মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৯৪ লক্ষ ৪৯ হাজার ৯৩১ টাকা। অর্থাৎ ১৯ এর তুলনায় ব্যয় বেড়েছে ২১ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন