শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপির সাবেক এমপি মোজাহার হোসেনের ইন্তেকাল

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির ১ নং সদস্য মোজাহার হোসেন গত সোমবার রাত ১০টায় ঢাকা সেন্টাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান। মরহুমের ২টি নামাজের জানাজা গতকাল (মঙ্গলবার) সংসদ ভবন ও পল্টন এলাকায় অনুষ্ঠিত হয়। আজ (বুধবার) প্রথম নামাজের যানাজা পঞ্চগড় শেরে বাংলা পার্কে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজের জানাজা দুপুর ২টায় তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে প্রধানপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুর পর পঞ্চগড়-২ আসন থেকে কমিউনিস্ট পার্টির ঐক্য জোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। এমপি থাকাকালীন সময়ে তিনি ১৯৯০ সালে বিএনপিতে যোগদান করেন। যোগদানের পর বিএনপির থেকে দুই বার এমপি নির্বাচিত হয়। মোজাহার হোসেনের ছিল দীর্ঘ রাজনৈতিক জীবন। তিনি সাকোয়া উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এলাকার এমন এক গুণী ব্যক্তির মৃত্যুতে চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন