খুলনা মহানগরীর বার্মাশেল রোড ও দৌলতপুর রেললাইন বাজারের পাশে দুটি মদের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ২১২ লিটার চোরাই মদ উদ্ধার করা হয়। অবৈধ মদ বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। রোববার রাতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
র্যাব-৬ সূত্র জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম দৌলতপুর রেললাইনের বাজারের পাশে হায়দার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র সন্দেহভাজন ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, মো. লাল চাঁন মাতুব্বর, মো. নান্নু খালাসি ও মো. বশির সিকদার।
এ সময় তাদের কাছ থেক ১২০ লিটার অবৈধ চোরাই মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত ১২ টার দিকে খুলনার সদর থানার রেল স্টেশন রোডস্থ (বার্মাশেল) কাশিয়াবাড়ি এলাকায় মদের আস্তানায় অভিযান চালিয়ে জুনাশ জয়দারকে ৯২ লিটার চোরাই মদসহ গ্রেফতার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন