বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একমাসে সিরিয়ায় ৯ হাজার মুসলমানকে হত্যা বিশ্ববিবেক নির্বাক -কসরে হাদী খানকা

নীরবতা পালনকারীও গজবের অন্তর্ভুক্ত

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিরিয়ায় গত ১ মাসে বিশ্ব শক্তির সন্ত্রাসী বিমান হামলায় ৯ হাজার মুসলমান নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যকে মুসলিম শূন্য করার টার্গেট সামনে রেখে আমেরিকা, রাশিয়া, বৃটিশ ও ফ্রান্স গংরা নির্বিচারে লাগাতার বোমা হামলা চালিয়ে মসজিদ, জনপদ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কেট ও শহর ধ্বংস করেছে। যেখানে মুসলমান আছে সেখানেই তারা বিমান হামলা করে এ যাবৎ সোয়া কোটি মুসলমান হত্যা করেছে। আহত করেছে দ্বিগুণ। আর বিশ্ব মিডিয়া খেয়ে না খেয়ে রাতদিন প্রচার করছে জঙ্গী হামলা নিয়ে। অথচ জঙ্গীবাদীরা এ যাবৎ হত্যা করেছে ৫০০ জনকে। সে হিসেবে বিশ্ব শক্তিসমূহ জঙ্গীবাদীদের চাইতেও ভয়ঙ্কর রাষ্ট্রীয় সন্ত্রাসী। এসব রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বর্বরোচিত অত্যাচার অবিচার ছাইচাপা দিচ্ছে। কসরে হাদী খানকা শরীফের গদীনসীন পীর সাহেব সৈয়দ আব্দুল হান্নান আল হাদী গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে তা মহান আল্লাহ তা’য়ালা নীরবে সহ্য করবেন না। আল্লাহর মহাগজবে এসব সন্ত্রাসী রাষ্ট্রীয় শক্তিগুলোকে আস-সামুদ জাতির মত ভাগ্যবরণ করতে হবে নিশ্চিতভাবে। আর যারা এসব রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ করে না তাদেরকেও ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হতে হবে। মুখে কুলুপ আঁটা রাজনীতিবিদদেরকেও মহা অন্যায়কারী হিসেবে মহান আল্লাহর গজবের ভাগিদার হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন