বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অমনুষত্ব অনৈতিকতা অস্থিরতা সন্ত্রাস নির্মূলে ধর্মীয় শিক্ষা জরুরি- মাদরাসা শিক্ষক অ্যাসোসিয়েশন

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর উদ্যোগে গত সোমবার উত্তরা কাসিমুল উলুম ইসলামিয়া মাদরাসায় সংগঠনের সভাপতি মাওলানা মাসুমবিল্লাহ এর সভাপতিত্বে বর্তমান পরিস্থিতি ও ওলামাযে কেরামের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে কওমী মাদরাসা পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি জহির ইবনে মুসলিম প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশসহ বিশ্বব্যাপী সন্ত্রাস, মুসলিম নিধনসহ চরম অস্থিরতা বিরাজ করছে। দিন দিন লোপ পাচ্ছে মানুষের মনুষত্ব, নীতিনৈতিকতা ও আদর্শ। সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত গোটা সমাজ। ধর্মহীন সিলেবাস বহাল রেখে এ পরিস্থিতি থেকে নিষ্কৃতি সম্ভব নয়। এই অস্থির অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় নীতিনৈতিকতা ও আদর্শ মানুষ তৈরি। আর এজন্য প্রয়োজন ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ডা. জাকির হোসেন মুন্সী। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি নিয়ামতুল্লাহ আমীন, অর্থ সম্পাদক গাজী মাসউদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা উবায়দুল্লা মানছুর, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ ইউসুফ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন