শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় ঝুঁকিতে ৪৫ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৬:৩১ পিএম

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘুঘু মারিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় মাটি মিশ্রিত বালির বস্তার স্তূপ। -ইনকিলাব।


বগুড়ায় যমুনায় পানি বৃদ্ধির প্রেক্ষাপটে ঝুঁকির মুখে বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট হয়ে সিরাজগঞ্জের কাজিপুর পর্যন্ত ৪৫ কি.মি. দৈর্ঘ্যের বাঁধ ঝুঁকির মুখে পড়ছে।

ফলে বন্যা নিয়ন্ত্রন বাঁধের পশ্চিম পার্শ্বে বসবাসকারী হাজার হাজার গ্রামবাসী উদ্বেগাকুল হয়ে পড়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের হাইড্রলজি বিভাগের সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যমুনায় পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ট্রেন্ড অনুপাতে সন্ধ্যা নাগাদ তা' ৫০ সেন্টিমিটার পেরিয়ে যাওয়ার সমূহ আশংকা বিদ্যমান রয়েছে। যমুনা পাড়ের মানুষ বলছে, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বাঁধ ভেঙে যাওয়ার সমূহ আশংকা বিদ্যমান।

এলাকাবাসী জানিয়েছেন, অতিতে ৪ দলীয় জোট সরকারের শাসনামলের মতো ঠিকাদারি লুটপাটের স্বার্থে কেউ যেন রাতের আঁধারে বাঁধ
কাটতে না পারে সেজন্য পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি দিতে হবে।

তবে পানি উন্নয়ন বোর্ড সূত্র বলেছেন, বাঁধ ভাঙার তেমন আশংকা নেই। তারপরও কিছু হলে প্রোটেকশন রয়েছে।

এদিকে ৩১ আগস্ট দুপুরে সারিয়াকান্দি এলাকায় বেশকিছু স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পশ্চিম পাশদিয়ে পানি চুঁইয়ে পড়তে দেখা গেছে। যদিও বাঁধের ফাটল গুলিতে প্রটেকশন
হিসেবে বালির বস্তা ফেলার কথা বলা হয়েছে তবে সেগুলোতে বালির সাথে মাটির মিশ্রণ রয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন