বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসে লেজার ভিশনের গান ও কবিতার অ্যালবাম

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন লি. বরাবরের মতো এবারও বেশ কয়েকটি অ্যালবাম বাজারে এনেছে। অ্যালবামগুলোতে গান গেয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীরা। এগুলোর মধ্যে রয়েছে, আরফিন রুমি ফিচারিং শেনিজ। এতে গেয়েছেন ক্ষুদে গানরাজের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শেনিজ। অ্যালবামে ৫টি গানের গীতিকার হলেন ফয়সাল রাব্বিকিন, আর বাকি দুটি গানের গীতিকার আরফিন রুমি ও জাহিদ হাসান অভি। সুর করেছেন আরফিন রুমি। কণ্ঠশিল্পী ও সুরকার আরফিন রুমি বলেন শেনিজ এই অ্যালবামে খুব ভালো গান করেছে এবং প্রত্যেকটি গান শ্রোতাদের ভালোলাগবে বলে আমি আশাবাদী। শাদ্ শাহ্ ফিচারিং জানবে তুমি। এতে গেয়েছেন আরফিন রুমি, রাজা বশির, হুমায়রা বশির, রাফাত, শান্ত, মিলা, ভাষণ, শান, রাহাত শাহ ও মোমিন খান। কথা লিখেছেন ফয়সাল রাব্বিকিন, শাদ্ শাহ্ ও মোমিন খান। সুর করেছেন আরফিন রুমি, শাদ্ শাহ্ ও মোমিন খান। গীতিকার ও সুরকার শাদ্ শাহ্ আশা করছে এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের অধিক আনন্দ দেবে। অজানা ভালোবাসা (ভিডিও গান)। কণ্ঠ দিয়েছেন কাজী নওরীন, শাপলা পাল, ইভান, বর্ষা, আরমান, শিলা, সুমন, শাহিন। কথা লিখেছেন এন আই বুলবুল, এ আর শামীম, নির্জর মাহবুব, জুয়েল, আদর, সোহাগ, শিমুল ভাইরাস, অন্ত ও কাজী নওরীন। সুর করেছেন কাজী নওরীন। নীল চাঁদোয়া। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শহীদ, নির্ঝর, রাফি, প্রত্যয় খান, আরিফ, আপন, রানা, সাজিদ, শষী ও আনিসা। গীতিকার  জয়া জাহান চৌধুরী। সংগীত পরিচালক রাজেশ ঘোশ, পংকজ, আরিফ, রাফি ও প্রত্যয় খান। গীতিকার জয়া বলেন, ভালো গান আর অ্যালবাম প্রকাশনায় ও আন্তরিকতায় এগিয়ে এসেছে লেজার ভিশন পরিবার। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, শ্রোতাদের গানগুলো ভালো লাগবে। রাতের কালোয়। এতে গান গেয়েছেন ওবায়দুর রহমান ও শায়লা। সুর ও সংগীত ওবায়দুর রহমান। গীতিকার কবি ফখরুল ইসলাম ওমর, রুবজ এ রহমান, এস এম সাব্বির, রবিউল ইসলাম রবি, সুমন রায়হান, সৈয়দ আব্দুল মজিদ ও কামরুন্নাহার রুনু। অ্যালবামটির নিয়ে কণ্ঠশিল্পী ওবায়দুর রহমান বলেন, দেশের জন্য আমি কিছুই করতে পারিনি। কিন্তু ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশকে। আসুন দেশকে ভালোবাসি আর বেশি বেশি করে দেশের গান শুনি। যাতে দেশ, মাটির গন্ধ মিশে আছে। আমি আশা করি আমার এই অ্যালবামের গানগুলো দর্শকশ্রোতাদের আনন্দ দিবে। যতই দূরে ওগো। অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ওবায়দুর রহমান, শায়লা, মিশু, অমি, অন্তরা ও শাহনেওয়াজ দীপু। কথা লিখেছেন আলমগীর হোসেন, সুর- ওবায়দুর রহমান। ওবায়দুর রহমান বলেন, এই অ্যালবামের সব কণ্ঠশিল্পীরাই নতুন। কিন্তু ভাল গান গায়। অ্যালবামের ৯টি গান ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। আশাকরি সঙ্গীত শ্রোতারা গানগুলো ভালোভাবে উপভোগ করবেন। ভাবনার কবিতাগুলো। এটি আবৃত্তির অ্যালবাম। এতে আবৃত্তি করেছেন কামাল আহসান, বিজন গুহা, মুকিতুল কবির, ফেরদৌসি প্রীতি, লিঠু, প্রদ্যোৎ। চোখের নেশার ভালোবাসা। এটি নজরুল সঙ্গীতের অ্যালবাম। এতে কণ্ঠ দিয়েছেন খায়রুল আনাম শাকিল, প্রিয়াংকা গোপ, বিজন মিস্ত্রী, ছন্দা চক্রবর্তী, রিংকু পাল, আফসানা রুনা, গুলজার হোসেন উজ্জল, শারমিন সাথী ময়না, বিপাশা গুহঠাকুরতা, মৃদুলা সমদ্দার,পূজন কুমার দাস ও নিহারিকা চৌধুরী অন্তরা। কথা ও সুর কাজী নজরুল ইসলাম। অ্যালবামটির সঙ্গীত পরিচালনায় ছিলেন অজয় মিত্র। হৃদয়বাসী দূরের মানুষ। এটি আবৃত্তির অ্যালবাম। আবৃত্তি করেছেন এ, এইচ, রাজু ও সাফওয়ানা জাবীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন