এনটিভিতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.১৫ মিনিটে পুন:প্রচার হবে ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’। অবয়ব সিদ্দিকী মিডি’র চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, এ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির প্রমুখ। ‘সুন্দর পরিপাটি একটি রেস্টুরেন্ট। মালিক আকবর ও আয়েশা দম্পতি। তাদের বয়স হলেও ভালোবাসার রং ফুরায়নি। তাদের রেস্টুরেন্টের বেশিরভাগ কাস্টমারই কাপল। এই সময়ের তরুণ-তরুনীদের প্রেম, সম্পর্ক আর ভালোবাসার গল্প দেখেন তারা প্রতিনিয়ত। তারা দু’জন মিলে অনেক ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়েছেন, অভিভাবকের মতো পাশে থেকেছেন। এই দম্পতির একমাত্র ছেলে সাকিব। তার সাথে প্রেমের সম্পর্ক তিনার। এক সময় তাদের সম্পর্কে ভাটা পড়ে। সামনে আসে আরো দুই চরিত্র আশিক আর নীলা। এই প্রেম, বিরহ, বিচ্ছেদ আর ভালোবসার গল্প নিয়েই ধারাবাহিকের গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন