বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অবশেষে জামিন পেলেন পরীমণি

জেল থেকে ছাড়া পাচ্ছেন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

গত রোববার উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন। গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমণিকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে করে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এরপর র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। এদিকে, শুনানির শুরুতে পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, আসামি পরীমণিকে সাত দিনের রিমান্ডে অলরেডি নেওয়া হয়েছে। কিন্তু এই রিমান্ডে নেয়ার পরও কোনও তথ্য উদঘাটন করা যায়নি। রিমান্ডে থাকার কারণে পরীমণির অবস্থা অবনতির দিকে গেছে। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। পরীমণি কারাগারে থাকার কারণে তার অনেক (সিনেমার) কাজ বন্ধ হয়ে আছে দাবি করে আইনজীবী বলেন, তিনি অনেক সিনেমার কাজ করেছেন। কারাগারে থাকার কারণে প্রীতিলতা নামের একটি সিনেমায় কাজ করতে পারছেন না। তিনি একজন নারী, তিনি জামিন পেতে পারেন। এ ছাড়া আসামি যদি নারী, শিশু অথবা বিকলাঙ্গ হয় তাহলে আদালত জামিন দিতে পারেন।

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে তার অনেক ছবির কাজ চলছে উল্লেখ করে তাকে জামিন দিলে তিনি পলাতক হবেন না দাবি করেন তার আইনজীবী। মজিবুর রহমান বলেন, এ মামলার যে ধারা তাতে সর্বোচ্চ সাজা পাঁচ বছর। সেক্ষেত্রে আসামি অবশ্যই জামিন পেতে পারেন। আমরা জামিনের আবেদন করছি।

এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, পরীমণির বাসায় মাদকসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। বর্তমানে মাদক খুবই ভয়াবহভাবে বাংলাদেশে বিস্তার করেছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ অবস্থায় তাকে জামিন দেয়া ঠিক হবে না।

তিনি আরও বলেন, অপরাধ নারী কিংবা পুরুষ দেখে না। যে অপরাধ করবে তার শাস্তি হবে। তার বাসা থেকে ১৮ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এগুলোর কোনও লাইসেন্স নেই। এছাড়াও তার বাসা থেকে আইস এলএসডি উদ্ধার করা হয়েছে। এই মামলাটি তদন্তের মধ্যে রয়েছে। আমরা চাই আসামির জামিনের আবেদন বাতিল করা হোক। তাছাড়া আসামি জামিন পেলে পলাতক হয়ে যেতে পারেন। এরপর দুই পক্ষের শুনানি শেষে আদালত নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় পরীমণির জামিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

অপরদিকে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় চিত্রনায়িকা পরীমণির জামিননামা দাখিল করেছেন তার আইনজীবী মজিবুর রহমান। তিনি বলেন, আমরা পরীমণির জামিননামা দাখিল করেছি। তবে জামিননামা দাখিলের পর কিছু প্রক্রিয়া আছে, সেগুলো চলছে। সেই প্রক্রিয়াগুলো শেষ হলে জামিন নামাটি প্রথমে কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) যাবে। সেখান থেকে সেটি কাশিমপুর কারাগারে পৌঁছাবে। তারপর তিনি মুক্তি পাবেন। তবে আজকে (গতকাল) তার কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। আজ বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নেই।

এদিকে, কারাগার থেকে মুক্তির বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুনের সাথে যোগাযোগ করা হয়। এ সময় তিনি ইনকিলাবকে বলেন, রাতে জামিনের কাগজপত্র আমাদের কাছে আসবে। আজ (বুধবার) সকালের দিকে তাকে মুক্তি দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Shahadat Hossain ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১০ এএম says : 0
এবার পরিমনি পই পই করে হিসেব রাখবে কে পাশে ছিলো আর কে পাশে ছিলো না
Total Reply(0)
MD Rana ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৪ এএম says : 0
দোয়া করি সে যেন খারাপ পথ হতে ফিরে এসে দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারে
Total Reply(0)
Mobasherul Islam Sumon ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৫ এএম says : 0
পরীম‌নির জন্য শুভকামনা
Total Reply(0)
Mst Rokshana Pervin ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৬ এএম says : 0
শুভকামনা পরীমনি। আপনার সুস্থ ও স্বাভাবিক জীবনের প্রত্যাশা করছি।
Total Reply(0)
Kalam Azad ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৭ এএম says : 0
She is a talented please remember that
Total Reply(0)
Abu Sayed Emon ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:২০ এএম says : 0
জামিন পাওয়ার জন্য যেই উকিল বা যারা উপকারের হাত বাড়িয়ে দিছেন তাদের অনেক ধন্যবাদ।।
Total Reply(0)
মোহাম্মদ দলিলুর রহমান ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৯ এএম says : 0
যত সব পাগলের দল ,পরি পরি পরি মনি বলতে লিখতে খুব খুশি ,কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলছে না সেই বেপারে সবাই চুপ,এই অবস্থা কি জন্য দেশে????।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন