মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে বিশ্ব : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বিশ্বের বড় বড় দেশ এখন তুর্কি ড্রোনের প্রশংসা করছে। ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেওয়া প্রকল্প আগামী ৩-৫ বছরের মধ্যে শেষ হবে। তখন বিশ্বে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত এ চালকবিহীন বিমান। জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার এক ভাষণে এরদোগান এসব কথা বলেন। তুরস্কে আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে, তা আর মাত্র দুটি দেশের হাতে রয়েছে। এরদোগান বলেন, সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও সন্ত্রাসীদের নির্ম‚লে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে বিশ্ববাসী। তিনি আরও বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোন যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র এখন নিজ দেশেই তৈরি করছে। তুরস্কের তৈরি বারাকাত আকিঞ্চি নামের ড্রোনটি গত ৮ জুলাই ৩৮ হাজার ৩৯ ফুট ওপর দিয়ে টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড্ডয়ন করে বিশ্বরেকর্ড সৃষ্টি করে। নিখুঁতভাবে এ ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর আগে এরদোগান বলেন, যুদ্ধ-ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বিশ্বের শীর্ষ তিনে উঠে এসেছে। উত্তর -পশ্চিমাঞ্চলের তেকিরদাগ প্রদেশে ‘বায়রাকতার আকিঞ্চি’ যুদ্ধ-ড্রোন বিতরণ অনুষ্ঠানে রজব তাইয়েব এরদোগান বলেন, আমাদের মানবহীন সামরিক বিমানবাহন আকিঞ্চির মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সেরা দেশের তিনটি একটিতে পরিণত হয়েছে। তুরস্ক যুদ্ধ-ড্রোনে অগ্রণী দেশ হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ককে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বিদেশী অভিযানে ব্যবহারের জন্য উড্ডয়নক্ষম এবং সংক্ষিপ্ত বিমানপথধারী বিমানবাহী জাহাজে অবতরণ করতে সক্ষম সশস্ত্র ড্রোন তৈরি করাকে জাতীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে । এরদোগান তুরস্কের অভ্যন্তরীণ উৎপাদিত প্রতিরক্ষা শিল্পের ব্যাপক ব্যবহারেরও প্রশংসা করেন। সা¤প্রতিক বছরগুলিতে এই পরিমাণ মাত্র ২০ ভাগ থেকে প্রায় ৮০ ভাগ পর্যন্ত উঠে এসেছে। ডেইলি সাবাহ, আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন