কেরানীগঞ্জে সেলিম হত্যা মামলার আসামীদের পুলিশ গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। মামলার আসামিরা প্রকাশ্যে পুলিশের সামনে ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে ভ‚ক্তভোগী পরিবার এই অভিযোগ করেছেন।
মামলার বাদী নিহত ব্যবসায়ী মো. জাহিদ মাহমুদ সেলিমের স্ত্রী আকলিমা আক্তর জানান, আসামিরা এভাবে প্রকাশ্যে পুলিশের সামনে ঘোরাফেরা করায় তারা চরম নিরাপত্তাহীনতায় আছেন। তাদের গ্রেফতার না করলে আরো বড় ধরনের ঘটনা ঘটাতে পারেন আসামিরা। তাই তিনি তার স্বামীর হত্যা মামলার আসামিদের দ্রæত গ্রেফতার করার জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামিদের কেউ কেউ জামিনে আছেন, আবার কেউ কেউ পলাতক আছেন। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকার বালু ব্যবসায়ী মো. জাহিদ মাহমুদ সেলিমকে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে। পরে সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৫ আগস্ট সে মারা যায়। এই ঘটনায় আদালতে একটি মামলা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন