শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এরদোগানকে অপমান করার সত্যতা পায়নি জার্মানি

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির একজন টেলিভিশন কৌতুক অভিনেতার বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে অপমান করার যে অভিযোগ উঠেছিল সেটির তদন্ত শেষ করেছে জার্মানির প্রসিকিউটররা। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর মেইনজ-এর প্রসিকিউটররা বলছেন সে কৌতুক অভিনেতার বিরুদ্ধে এরদোগানকে অপমান করার যথেষ্ট তথ্য-প্রমাণ মেলেনি। সেজন্য তারা তদন্ত শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। গত মার্চ মাসে একটি টিভি অনুষ্ঠানে সে অভিনেতা একটি কৌতুকপূর্ণ কবিতা পড়েন যেখানে এরদোগানের যৌন-সম্পর্কিত বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়। এরপর এরদোগান অভিযোগ তোলেন যে এধরনের কৌতুকের মাধ্যমে তিনি অপমান বোধ করেছেন। জার্মানির প্রসিকিউটররা এক বিবৃতিতে বলেছেন, সে কৌতুক অভিনেতার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো সুনির্দিষ্ট তথ্য নেই। প্রসিকিউটররা আরো বলেন, অভিনেতা যে প্রেক্ষাপটে এ কৌতুকটি করেছিলেন সেখানে অবজ্ঞা বা অপমান করার মতো কোন বিষয় ছিল কিনা সেটি প্রশ্নবিদ্ধ। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন