সিলেট অফিস : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০১৯ সালে হবে এবং সে নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে। গতকাল বুধবার বেলা ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিদর্শনকালে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এক কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। এ স্বাস্থ্য কমপেক্সকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কর্মকর্তা আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট-৩ আসনের এমপি ও প্যানেল স্পিকার মাহমুদ-উস-সামাদ চৌধুরী করেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জায়িদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদ মোস্তফা প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন