বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় বুদ্ধিজীবীরা চীন ও তালেবানের আলোচনা চান

আফগান সঙ্কট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতিক এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত আফগানিস্তানের শুভাকাঙ্খীদের একটি গোষ্ঠী নির্বাচনে জয়ী হতে ভারতীয়দের সাম্প্রদায়িক মেরুকরণের জন্য আফগান সঙ্কটের ব্যবহার রোধ করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে।

গত বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী নটওয়ার সিং এবং যশবন্ত সিন্হা, সাবেক ক‚টনীতিক মণিশঙ্কর আইয়ার, কেসি সিং এবং দল প্রখ্যাত বুদ্ধিজীবগণ স্বাক্ষরিত একটি আবেদনের মাধ্যমে তারা আফগানিস্তানকে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে সহযোগিতা করার জন্য ভারত ও পাকিস্তানকে চীন এবং সার্কের ফোরাম ব্যবহার করার আহ্বানও জানান।

গোষ্ঠিটি একটি বিবৃতিতে বলেছে ‘আমরা আমাদের আফগান বোন ও ভাইদের সাথে সংহতিতে দাঁড়িয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারকে স্বাগত জানাই। যাইহোক, এটি কার্যকর করার অপরিকল্পিত পদ্ধতি এড়ানো যেতো এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে।’
পাশাপাশি, তারা এসসিও (ভারত এবং পাকিস্তান উভয়ই যেটির সদস্য) এবং সার্ক (যেখানে আফগানিস্তানও সদস্য) এর মতো বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থাগুলোকে আফগানিস্তানে শান্তি এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার স্থিতিশীলতার জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
তালেবানদের প্রতি আহ্বান জানিয়ে গোষ্ঠীটি বলেছে, ‘আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার দরকার যা দীর্ঘ চার দশক ধরে যুদ্ধ এবং সহিংসতার পর জাতীয় পুনর্মিলন সহজ করবে। অতএব, আমরা তালেবান (যা দেশটির প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে) এবং অন্যান্য রাজনৈতিক শক্তির কাছে একটি আন্ত-আফগান শান্তি প্রক্রিয়া শুরুর লক্ষ্যে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।’

গোষ্ঠীটি প্রত্যেক আফগান নাগরিকের জাতিসত্তা, মতাদর্শ বা অতীতের রাজনৈতিক পটভ‚মি নির্বিশেষে তাদের নিরাপত্তা ও নিরাপত্তার কথা বলেছে এবং নারীদের নিরাপত্তা ও অধিকারের নিশ্চয়তার ওপর জোর দিয়েছে এবং বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যদের একসাথে আফগানিস্তানের যুদ্ধ-ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্র্নিমাণ এবং তার জনগণের জন্য জীবিকা তৈরির দায়িত্ব পালন করা উচিত।’
গোষ্ঠীটি তাদের আবেদনে বলেছে, ‘ভারতের উচিত তার প্রত্যাশার লক্ষ্য স্থির করার জন্য তালেবানদের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া। তারা বলেন, ‘আমরা দোহায় তালেবানদের সাথে সরকারটির সম্পৃক্ততার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি এবং পরবর্তীদের দেওয়া ইতিবাচক আশ্বাসকে স্বাগত জানাই।’

অমুসলিম আফগানদের নিরাপত্তার ব্যাপারে ভারত সরকারের সমালোচনা করে গোষ্ঠীটি বলেছে, ‘দেশ ত্যাগ করতে বাধ্য হওয়া আফগানদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কোনও বৈষম্য করা তাদের উচিত নয়। ভারতের উচিত আফগান সাংবাদিক, শিল্পী এবং সুশীল সমাজের নেতাদের অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া, যারা তাদের দেশের অবস্থার কারণে হুমকি অনুভব করছেন।’
তারা বলেন, ‘তালেবানদের কাবুল দখলের পর ধর্মীয় উত্তেজনা বৃদ্ধির জন্য ভারতের টিভি চ্যানেলগুলো ক্ষমতাসীন বিজেপি’র সাথে ব্যস্ত ছিল। নির্বাচনী ফায়দা হাসিলের জন্য ভারতীয় সমাজকে সাম্প্রদায়িকভাবে মেরুকরণ করতে কোনো রাজনৈতিক দলকে আফগানিস্তানের উন্নয়ন ব্যবহার করতে দেওয়া উচিত নয় এবং এই ধরনের যেকোন প্রচেষ্টাকে কঠোরভাবে মোকাবেলা করা উচিত।’

উল্লেখ্য, এই আপিল স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক পুলিশ প্রধান জুলিও রেবেইরো, সিনিয়র সাংবাদিক সায়েদ নকভি, গান্ধীবাদী কর্মী এবং ম্যাগসেসে পুরস্কার বিজয়ী সন্দীপ পান্ডে এবং বিখ্যাত ভারত-পাকিস্তান শান্তি কর্মী সুধীন্দ্র কুলকার্নি অন্যতম। সূত্র: ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Ataur Rahman ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৩ এএম says : 0
মোদি সরকারের ব্যাপারে এত আনন্দময় খবর পরিবেশন করবেন না । এত আশা করা ভালো না
Total Reply(0)
Abdullah Masum ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৩ এএম says : 0
চীন,রাশিয়া,তুর্কি,পাকিস্তান, ইরান অচিরেই তালিবান সরকারকে বৈধতা দিবে। ধারাবাহিকতায় ভারত,যুক্তরাষ্ট্র, ইউরোপ একই কাজ করবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই জটিল।
Total Reply(0)
Rony Rony ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৩ এএম says : 0
আমার অনেক পছন্দ এবং ভালো কাজ হবে। ভারতীয় উগ্রতা কমবে আশা করছি।
Total Reply(0)
Md Badhan ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৩ এএম says : 0
ভারত বাদে যে কোন দেশের সাথে চলা নিরাপদ বলে মনে করি
Total Reply(0)
Mamun Al Abdullah ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৪ এএম says : 0
গনতন্ত্র বলতে পৃথিবীতে কিছু নেয় সব আমেরিকা ভণ্ডামি।
Total Reply(0)
সততাই উৎকৃষ্ট পন্থা ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৪ এএম says : 0
চীন ও রাশিয়া কখনোই চাইবেনা তাদের শত্রু যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকুক। এটা তাদের নিরাপত্তার জন্য হুমকি। পাশাপাশি ভারত আফগানে প্রভাব বিস্তার করুক তা চাইবেনা পাকিস্তান চীন।
Total Reply(0)
মুহাম্মদ এযায খান ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৫ এএম says : 0
তালেবানদের কারণে আর এস এস ভারতীয় জঙ্গি গোষ্ঠী টি ভয়ে কাঁপা কাপি শুরু করে দিয়েছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন