শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সত্যজিৎকে নিয়ে কিছু লিখতে পেরে গর্ববোধ করছি-ববিতা

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

গত ২১ মে ছিলো অস্কারজয়ী বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গত ২৬ আগস্ট কলকাতা’র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেসন সেন্টার প্রকাশ করেছে বিশেষ গ্রন্থ ‘অপরাজিত সত্যজিৎ’। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিলো ১৯৫৫ সালের ২৬ আগস্ট। এই দিনেই গ্রন্থটি প্রকাশ করা হয়। গ্রন্থটিতে বিশ্বের আটটি দেশ যেমন বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জাপান, জার্মানি, কানাডা ও ভারত বর্ষের ৫৫ জন বিশিষ্ট লেখক লিখেছেন। গ্রন্থটির ভূমিকা লিখেছেন সত্যজিৎ’র চলচ্চিত্রের নায়িকা শর্মিলা ঠাকুর। বাংলাদেশ থেকে লেখার সুযোগ পেয়েছেন সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। এমন একটি গ্রন্থে সত্যজিৎকে নিয়ে কিছু লিখতে পেরে ভীষণ গর্বিত ববিতা। কানাডা থেকে মুঠোফোনে ববিতা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমায় কাজ করে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। বাংলাদেশের একজন মেয়ে হিসেবে সারা বিশ্বে আমি পরিচিত লাভ করেছি শুধুমাত্র তার সিনেমাতে অভিনয় করে। তার জন্যই আমি বার্লিন, সোভিয়েত ইউনিয়ন, মস্কোসহ আরো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছি। আমার দেশ আজও আমাকে নিয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে কাজ করার জন্য গর্ব করে। এখনো আমার বাড়ির প্রতিটি জায়গায় মানিক দা’র (সত্যজিৎ রায়) ছবি রয়েছে। তিনি আমার আপনজন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি তার ছবি ছবিগুলো বেশ আগ্রহ নিয়ে দেখি। আত্মীয়-স্বজনকে বলেছি আমার মৃত্যুর পর আমার বাড়ি যেন বিক্রি বা ভাড়া না দেয়া হয়। মানিক দা’র এই স্মৃতিগুলো আমি আমার ভক্তদেরও দেখাতে চাই। আমি ধন্যবাদ জানাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেসন সেন্টারের প্রতি যারা গ্রন্থটি প্রকাশ করেছেন। এদিকে ববিতা বর্তমানে কানাডাতে তার একমাত্র ছেলে অনিকের কাছে আছেন। সেখান থেকে তিনি আমেরিকা যাবেন তার ভাইদের সঙ্গে দেখা করতে। সেখানে তিনি তার নিয়মিত চেকআপও করাবেন বলে জানিয়েছেন। সেখান থেকে আবার তিনি ফিরে যাবেন ছেলের কাছে। তারপর অনিকের সঙ্গে কথা বলে দেশে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন