নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় সারা ইন্টারন্যাশনাল হোটেলের হল রুমে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোণার কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী প্রকৌশলী মো. রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম।
আগত প্রকৌশলীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার দাস।
বিদায়ী প্রকৌশলীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন মুখলেছুর রহমান, মারুফ হাসান খান অভ্র, ইসতিয়াকসহ অন্যান্য ঠিকাদার বৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন