শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবান নেতৃত্বের সঙ্গে দেখা করবেন আইএসআই প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ গতকাল এক দিনের সফরে কাবুল পৌঁছেছেন, সূত্রের খবর অনুযায়ী, তালেবান নেতৃত্বের সঙ্গে দেখা এবং আফগানিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা। পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা নিশ্চিত করতে চান যে, লুটেরা ও সন্ত্রাসী সংগঠনগুলো যেন অস্থিতিশীল পরিস্থিতির সুবিধা নিতে পারে না।
একদিন আগে, তালেবান আফগানিস্তানের জনগণের প্রতি দীর্ঘদিনের অবদানের জন্য পাকিস্তানের প্রশংসা করেছিল। গোষ্ঠীর মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ আশা করেছিলেন যে, পাকিস্তান তাদের সহায়তা অব্যাহত রাখবে।
আইএসআই ডিজি কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদেশি নাগরিক এবং তালেবান শাসন থেকে পালিয়ে আসা আফগানদের পাকিস্তানের মাধ্যমে প্রত্যাবাসন এবং ট্রানজিটের বিষয়ে আলোচনা করেন।
সূত্র আরো বলেছে যে, জেনারেল হামিদ তালেবান নেতৃত্বের সাথে দেখা করে একাধিক বিষয় পর্যালোচনা করবেন যা উভয় দেশের উদ্বেগ এবং পাক-আফগান সীমান্তের পরিস্থিতি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন। (আগের খবর পৃষ্ঠা ৬)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Md. Shahdat ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:০১ এএম says : 0
ভারত এমনিতেই ব্যাপক বিষন্নতায় ভুগছে এই খবর শূনে হার্ট অ্যাটাক না করলেই হয়।
Total Reply(0)
মুক্তিকামী জনতা ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:০১ এএম says : 0
পাকিস্তানের উচিত তালেবান সরকারকে গোয়েন্দা প্রযুক্তি দিয়ে সহযোগিতা করা।
Total Reply(0)
সাইফ আহমেদ ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:০২ এএম says : 0
ইনশায়াল্লাহ তালেবানরা খুব শিগগিরই একটা শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।
Total Reply(0)
হাদী উজ্জামান ৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৩ এএম says : 0
আইএসআইকে অবশ্যই ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে তালেবানের পাশে দাঁড়াতে হবে। যাতে করে ভারতের সন্ত্রাসী গোয়েন্দাবাহিনীগুলো আর নাশকতা করতে না পারে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন