মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৯ এএম

সউদী আরবের পবিত্র মসজিদের ব্যবস্থাপনা পরিষদের প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইস মসজিদে নববির বড় দরজাগুলোর সামনে প্রজেক্টর স্ক্রিন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন। এই প্রজেক্টর স্ক্রীনগুলোর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীরা সহজেই জানতে পারবেন কোন দরজাগুলোর মাধ্যমে তারা প্রবেশ করবেন এবং কোন কোন দরজাগুলো ব্যবহার করে তারা বের হবেন।
এছাড়াও এর মাধ্যমে কর্তৃপক্ষ সহজেই জানতে পারবেন ভিতরে কেমন ভিড় আছে এবং কী পরিমাণ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে।
ড. আব্দুর রহমান আল সুদাইস বলেন, এই প্রজেক্টর স্ক্রীন এর মাধ্যমে মসজিদে নববীতে প্রবেশকারীদের ভিড় কন্ট্রোল করা ও শৃঙ্খলা বজায় রাখা উদ্দেশ্য।
মসজিদে নববীর সহকারী ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সাদ আল-আহমাদী বলেছেন, প্রাথমিকভাবে মসজিদে নববীর ১১ বড় বড় দরজায় প্রজেক্টর স্ক্রীন স্থাপন করা হয়েছে, এরপর আরো ১২ টি প্রজেক্টর স্ক্রীন বসানো হবে এবং সেন্টার কন্ট্রোল রুমের সাথে সবগুলোর সংযোগ স্থাপন করা হবে। সূত্র : আল আরবি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন