শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাজার অবরোধ প্রত্যাহারে হামাসের যুদ্ধপ্রস্তুতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ২:১১ পিএম

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করলে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডলইস্ট মনিটর।
গাজায় এক জনসমাবেশে বক্তব্য দেয়ার সময় হামাসের ওই নেতা বলেন, ইসরাইল ২০০৭ সাল থেকে গাজার ওপর অবরোধ আরোপ করেছে।
ইয়াহিয়া সিনওয়ার বলেন, ইসরাইলকে গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে। অবরোধ প্রত্যাহার না করলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হবে।
ইসরাইলি সাংবাদিক গাল বার্জারের মতে, গত দু’মাসের মধ্যে ইয়াহিয়া সিনওয়ার প্রথমবারের মতো ইসরাইলের বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ওই ইসরাইলি সাংবাদিক এ বিষয়টি নিশ্চিত করেছেন যে ইয়াহিয়া সিনওয়ারকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল কাতারের মোহাম্মদ আল-ইমাদির সাথে দেখা করতে। কাতারের মোহাম্মদ আল-ইমাদি গাজা পুনর্গঠন কার্যক্রম কমিটির প্রধান। তিনি কাতার সরকারের পক্ষে এ সকল পুনর্গঠন কাজ করে থাকেন।
ইসরাইলি সাংবাদিক গাল বার্জারের মতে, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফও আসন্ন সঙ্ঘাতের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এ কথাও বলেছেন যে সম্ভাব্য যুদ্ধের জন্য গাজা প্রস্তুত। সূত্র : মিডলইস্ট মনিটর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন