বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি বিপদসীমার ওপরে পদ্মার পানি

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৩ পিএম

ফরিদপুরে হু হু করে বাড়ছে পদ্মার পানি। এতে নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি প্রবেশ করছে।

তলিয়ে গেছে ফসলি জমি। পানি কমায় দুর্ভোগের পরিমাণ বাড়ছে বন্যা দুর্গত এলাকায়।

গত ২৪ ঘণ্টায়, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার বেড়ে ৭৪ সেন্টিমিটার, পাংশার সেনাগ্রামে সাত সেন্টিমিটার বেড়ে ৬৫ সেন্টিমিটার ও রাজবাড়ি সদরের মহেন্দ্রপুরে ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার এবং ফরিপুর সদর পদ্মার প্রধান শাখা কুমার নদীতে পানির পরিমান ছিল ৯.০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

ফরিদপুর সদর, রাজবাড়ি, গোয়ালন্দ, পাংশা,দৌলতদিয়া,উজানচর, সদরপুর, চরভদ্রাসন, এলাকার কমপক্ষে ২৮৫ টি গ্রামের ২৪ হাজার পরিবারের প্রায় ৬০ হাজার মানুষ দীর্ঘদিন পানিবন্দি অবস্হায় আছে।

এরা সকলে গবাদিপশু হাঁস মুরগী, ছাগল,বেঁরা নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে।

এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং গবাদিপশুর খাবারের সংকট।

এছাড়াও মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসায় চরম ভোগান্তিতে পড়ছে পানিবন্দি মানুষ।

এসব এলাকায় কয়েক শত ফসলি জমির ক্ষতি হয়েছে। ভাঙ্গন আতঙ্ক বাড়ছে পদ্মা পাড়ের বাসিন্দাদের মধ্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন