বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে অঘোষিত বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ইসরাইলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ জানিয়েছেন তিনি জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে অঘোষিত এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তিনি। শনিবার ইসরাইলি টেলিভিশনে সম্প্রচারিত একটি ফুটেজে প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ বলেন, ‘গত সপ্তাহে আমি জর্ডানের বাদশাহর সঙ্গে দেখা করেছি আর একটি দীর্ঘ বৈঠক হয়েছে। আমি তার প্রাসাদে ছিলাম, পুরো একটা সন্ধ্যা। একটা চমৎকার বৈঠক হয়েছে।’ ইসরাইলি প্রেসিডেন্টের পুরো সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জর্ডান গুরুত্বপূর্ণ দেশ। বাদশাহ আবদুল্লাহর প্রতি আমার অগাধ শ্রদ্ধা, তিনি একজন মহান নেতা এবং অতি গুরুত্বপূর্ণ আঞ্চলিক চরিত্র।’ ইসরাইলি প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের বাদশাহের আমন্ত্রণে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত ইস্যুতে গভীর আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবেশি দুইটি মাত্র দেশ ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, তারা হলো জর্ডান ও মিসর। বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইসরাইল—জর্ডান সম্পর্কের অবনতি হয়। আল—আকসা মসজিদে ইসরাইলি দখলদারিত্ব এবং পশ্চিম তীরে ইহুদি বসতি নিয়ে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। তবে গত জুনে দায়িত্ব নিয়েই আম্মান সফর করে সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করেন নতুন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আল—জাজিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন