দুর্ঘটনায় আহত হয়ে বিনা চিকিৎসায় চালক নিহতের প্রতিবাদে শ্রমিকরা চাঁদপুর থেকে সারাদেশের সাথে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। চাঁদপুর বাস স্টেশন থেকে
সোমবার (৬ সেপ্টেম্বর) সকালের পর বাস ছেড়ে যায়নি।
চাঁদপুর-ঢাকা রুটে চলাচলকারী পদ্মা বাসের চালক মো, মিজান নিহত হওয়ায় সকাল থেকে শ্রমিকরা রাস্তায় জড়ো হয় ও কাউন্টারে ভাংচুর করে। প্রতিবাদীরা শ্রমিক নেতা আনোয়ার গাজীকে মারধর করে।
প্রতিবাদী শ্রমিকরা বলেন, আমাদের ভাই পদ্মা সার্ভিসের চালক মিজান ৫ সেপ্টেম্বর বাস চালানো অবস্থায় দূর্ঘনায় আহত হন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হলেও কোন নেতা বা বাস মালিক তার খোঁজ খবর নেয়নি এবং অর্থ সহায়তা করেনি।
অর্থাভাবে মিজানের মৃত্যু হলে তার যানাজায় কোন নেতা উপস্থিত হয়নি। শ্রমিকদের দিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেও বাস মালিক ও নেতারা আমাদের পাশে না দাড়ানোয় আমরা সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন