কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর বাজারে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকালে লেপের দোকানের বিদ্যুৎতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকরা। একাধিক ঘরসহ আরশ আলী, জাহাঙ্গীর, জিল্লু মিয়ার চালের দোকান, ফাইজুলের মুদির দোকান, মিল্টনের লাইব্রেরি, হৃদয় স্বর্ণকারের দোকান, আদনানের লেপের দোকান ছাই হয়ে যায় এবং বেশ কয়েকটি ইলেকট্রনিক্স ও গার্মেন্টস দোকানের ক্ষতি হয়। প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেন। ইটনা বাজার দোকান মালিকরা, স্থানীয় জনতা ও মিঠামইন ফায়ার সার্ভিস তাৎক্ষনিক খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন