শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫৫টি বিরল প্রজাতির টিয়াসহ আটক ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ভারতের শিলিগুড়ি থেকে বিরল প্রজাতির ৫৫টি টিয়া পাখিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মানুষের মতো কথা বলা এই টিয়া পাখিগুলো পশ্চিমবঙ্গের সাফারি পার্কে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিলো। মানুষের কথা অনুকরণ করতে পারে এমন প্রজাতির টিয়া পাখি এগুলো। সারুগারাহ বনভ‚মি থেকে সংগ্রহ করে এ ধরনের ৫৫টি টিয়া তিনটি খাঁচায় বন্দি করে। মোটরসাইকেলে চড়ে পাচারের উদ্দেশ্যে মালবাজার থেকে পূর্ব বিহারের দিকে যাচ্ছিলো তারা। এ সময় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, ’খাঁচায় বিরল প্রজাতির ৫৫টি টিয়া ছিল। এর মধ্যে কথা বলা এবং লাল বুকওয়ালা টিয়াও ছিল। আমরা ২ জনকে গ্রেফতার করেছি।’ তারা জানায়, পাখিগুলোকে পশ্চিমবঙ্গের সাফারি পার্কে পাচারের কথা ছিল। ১৯৭২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনের অধীনে তাদের বিচার করা হবে বলে জানায় বনবিভাগ কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে মাইথনের কাছাকাছি ডুবুরডিহি চেকপোস্ট থেকে প্রায় ১ হাজার বিভিন্ন প্রজাতির টিয়া উদ্ধার করে দুর্গাপুরের বনদপ্তর। এই পাখি পাচার চক্রের খবর ছিল আগেই তাদের কাছে। সিআইডির টিম, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ডের টিম এবং দুর্গাপুরের বনদপ্তরের যৌথ টিম যৌথভাবে এই অভিযান চালায়। বিহার থেকে কলকাতাগামী আসানসোলের সিং ট্রাভেলসের একটি বাসকে ধাওয়া করা হয়। সেখান থেকেই খাঁচাবন্দি প্রায় হাজার টিয়া উদ্ধার হয়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন