শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আকাশে ঝাঁকে ঝাঁকে চীনা যুদ্ধবিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ১৯টি চীনা সামরিক বিমান উড়েছে। এক বিবৃতিতে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। এভাবে চীনা বিমানের অভিযানের বিরুদ্ধে তাইওয়ানের টহল থেকে রেডিও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চীনা বিমানের তৎপরতা পর্যবেক্ষণ করতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তাইপে। খবরে দাবি করা হয়, তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিমানও প্রবেশ করেছে। চীনের সামরিক বিমান প্রায়ই তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশ করছে বলে অভিযোগ আসছে। এদিকে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আসছে চীন। যদিও শান্তিপূর্ণ একীভ‚তকরণের দিকে গুরুত্ব দিচ্ছে চীনা নেতৃবৃন্দ।-খবর রয়টার্স ও ব্লুমবার্গের। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনা মিশনে ১০টি জে-১৬, চারটি সু-৩০ যুদ্ধবিমান, চারটি এইচ-৬ বোম্বারও ছিল। এসব বিমান দিয়ে পরমাণু অস্ত্র হামলা চালানো সম্ভব। এছাড়া ডুবোজাহাজ বিধ্বংসী বিমানও ছিল। চীনা বিমানকে হুঁশিয়ারি করে দিতে তাইওয়ানও যুদ্ধবিমান উড্ডয়ন করেছে। এসব বিমানকে পর্যবেক্ষণ করতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে। চীন-তাইওয়ানের উপক‚লের কাছ দিয়ে চীনা বিমান উড়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মানচিত্র থেকে এমন তথ্যই মিলেছে। এ নিয়ে চীনাদের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১৫ জুন চীনা বিমান বাহিনীর ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে ঢুকে পড়েছিল। গণতান্ত্রিকশাসিত তাইওয়ান আন্তর্জাতিক সমর্থন চাইলে অসন্তোষ থেকেই চীন এমন অভিযান পরিচালনা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান সম্পর্ক জড়াতে চাইলে চীনারা বৈরী আচরণ করছে। তাইওয়ানকে শীর্ষ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর মধ্যে একটি যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন মিশনের মাধ্যমে চীন কী অর্জন করতে চাইছে, তা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। গত মাসে তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ও কোস্ট গার্ড কাটার অতিক্রম করেছিল। রয়টার্স, ব্লুমবার্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন