শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাস্টিন ট্রুডোর ওপর পাথর নিক্ষেপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ২:৩০ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক প্রচারণা শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হলেন। এ সময় তার দিকে পাথর ছোড়া হয়।

বিবিসি জানায়, একটি ভাটিখানা পরিদর্শন শেষে বাসে ফেরার পথ সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি জখম হননি।

তার মধ্য বাম লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এ আশায় গত মাসের মাঝামাঝিতে উপনির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু কভিড ভ্যাকসিন ও অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের কারণে তার প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের হামলার কারণে ট্রুডো একটি নির্বাচনী র‌্যালি বন্ধ করতে বাধ্য হন।

অন্টারিও’র লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তার দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিল।

এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারা আহত হননি।

এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল। তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন।

এরিন বলেন, রাজনৈতিক সহিংসতা কখনই সমর্থনযোগ্য নয় এবং মিডিয়াকে ভয় দেখানো, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থাকতে হবে।

২০ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনা অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়। নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তঃপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।

বিশ্বের মধ্যে সর্বোচ্চ টিকা দেওয়া দেশের অন্যতম কানাডা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন