বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হেলিকপ্টার পাইলটদের নিয়ে সিরিয়া ও রাশিয়ার নতুন মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫১ এএম

প্রথমবারের মতো সিরিয়া ও রাশিয়ার হেলিকপ্টার পাইলটরা যৌথ মহড়ায় অংশ নিয়েছেন। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে এই মহড়া অনুষ্ঠিত হয়। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার এভিয়েশন ফোর্সের প্রধান আন্দ্রেই ইয়ারমাকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

তিনি বলেন, প্রথম পর্বের মহড়ায় দু দেশের পাইলটরা ট্যাকটিক্যাল ফ্লাইট ট্রেনিংয়ে অংশ নেন। ইয়ারমাকভ বলেন, প্রশিক্ষণের সময় রাশিয়া এবং সিরিয়ার এয়ার ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু এবং আকস্মিক লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন চালানো হয়।

এই প্রথম সিরিয়া ও রাশিয়ার পাইলটরা এমন যৌথ মহড়ায় অংশ নিলেন। এতে রাশিয়ার এমআই-৮ পরিবহন হেলিকপ্টার ও কামভ কেএ-৫২ কমব্যাট হেলিকপ্টার এবং সিরিয়ার পক্ষ থেকে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করা হয়। মহড়ায় বাস্তব যুদ্ধ-পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়।

সিরিয়া ও রাশিয়া যখন যৌথভাবে বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বাস্তবে লড়াই করছে তখন দু দেশের হেলিকপ্টার পাইলটরা এই মহড়া চালালেন। সূত্র : পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Dadhack ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৪ পিএম says : 0
May Allah destroy all Barbarian Russians Barbarian Asad's army from Syria. Ameen
Total Reply(0)
hamid khan ৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৩৫ পিএম says : 0
but iran also with them.
Total Reply(0)
Tanim ৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৮ পিএম says : 0
May Allah destroy Assad regime
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন