বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেই জাপানি নারীকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব ভিডিও সরানোর নির্দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:২০ পিএম

সেই জাপানি নারী চিকিৎসক ২ সন্তানের জননী নাকানো এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ৮ সেপ্টেম্বর, ২০২১, ২:১৫ পিএম says : 0
একটি পরিবার কে কি ভাবে সহযোগিতা করে বাঁচাতে হবে,বিশেষ করে তিনটি মেয়ে আমাদের বাংলাদেশের মেয়ে,মা বাবার ঝগড়ার ঝাঁটির কারনেই সমস্যা,সবাই সহযোগিতা করে এদের মিলাইয়া মিশাইয়া দিবেন,সেটাই হবে মহত ব্যক্তির কাজ,তাহা না করে আজে বাজে কথা বললে এই পরিবার টির বিষন ক্ষতি হবে,আসলে আমরা আজ ভুল পথে আছি,আশা করি বাজে কিছু লিখে এই তিন মেয়েকে আলাদা করবেন না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন