কুমিল্লা উত্তর সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারির উপর গত ২ অক্টোবর রোববার সন্ধ্যায় সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন আ.লীগের সেক্রেটারী মহিউদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে ৫/৬ জন অজ্ঞাত রেখে দাউদকান্দি মডেল থানায় মামলা রুজু হয়েছে। এদিকে সাংবাদিকের উপর সংঘটিত এই বর্বোরচিত সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনীতিক, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও নানা পেশা শ্রেণীর মানুষ। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। দাউদকান্দি আওয়ামী লীগের সভাপতি হামলা ঘটনার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, মেঘনা প্রেসক্লাবে সভাপতি মোঃ ইসমাইল হোসেন, তিতাস প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি এমএ কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পদক সামসুদ্দিন আহমেদ সাগর মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম সাংবাদিকের উপর এলাকার কুখ্যাত সন্ত্রাসী মহিউদ্দিন গংদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই নক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে দাউদকান্দি প্রেসক্লাব, হোমনা, তিতাস ও মেঘনা প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। উল্লেখ্য, সাংবাদিক জাকির হোসেন গত রোববার গৌরীপুর তথ্যকেন্দ্রে গেলে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মহিউদ্দিনের নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন