বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইল মৃত্যুভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায় : ইরানের সেনা প্রধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ৮:৫৯ পিএম

ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দখলদার ইসরাইল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। এ কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়। -পার্সটুডে
বুধবার ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভির হুমকির জবাবে এ কথা বলেন তিনি। ইরানের সেনাপ্রধান দেশের পশ্চিমাঞ্চল সফরের সময় আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল এর আগেও বড় বড় পরাজয়ের স্বাদ আস্বাদন করেছে। তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক।

সম্প্রতি ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন এ কথা বললো ইহুদিবাদী এই কমান্ডার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন