বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৭ লাখ টাকা জরিমানা

পাহাড় কেটে ভবন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

পাহাড় কেটে এবং পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ভবন নির্মাণ করায় চার প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদফরের মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ ক্ষতিপূরণ আরোপ করেন।

তিনি জানান, নগরীর খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকায় এ কে খান কোম্পানি ৩৭০ বর্গফুট পাহাড় কেটেছে। এর দায়ে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নুরউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে শুনানি শেষে ৯২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। একই এলাকার সৈয়দ কুদরত-ই-খোদাকে চার লাখ ৪৪ হাজার, শাহজাহান হায়দার চৌধুরীকে এক লাখ ৮৭ হাজার ৫০০ এবং সাবেক কাউন্সিলর মো. হোসেন হিরণকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। এক সপ্তাহের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন