শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কুয়েতের সঙ্গে ভারতের বাণিজ্যিক ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৫ এএম

ভারত থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মঙ্গলবার কুয়েতের স্থানীয় সময় সকাল ৬টায় ভারত থেকে আসা একটি ফ্লাইট কুয়েতে অবতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) দপ্তর। -অ্যারাবিয়ান বিজনেস ও সউদি গেজেট

এক বিবৃতিতে ডিজিসিএর কর্মকর্তা রেইদ আল তাহের বলেন, এখন থেকে ভারতগামী ও আগমনী মিলিয়ে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে ফ্লাইটের পরিমাণ কোভিড ১৯ সংক্রান্ত বিধিনিষেধ পালন সাপেক্ষে যাত্রী সংখ্যার ওপরও নির্ভর করবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

এর আগে ১৮ আগস্ট অনুষ্ঠিত কুয়েত মন্ত্রিসভার এক বৈঠকে বাংলাদেশ, মিসর, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে ডিজিসিএ ফ্লাইট পরিচালনা সংক্রান্ত অনুমোদনের বিষয়টি অস্বীকার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন