শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গাজীপুরে লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ২:২৪ পিএম

গাজীপুরে লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে গাজীপুর মহ্নগরীর হাড়িনাল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

এ সময় তিনি বলেন, হাড়িনাল বাজারে অভিযানের সময় মৎস অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মাছের খাবার বিক্রির অভিযোগে মৎস ও পশুখাদ্য ২০১০ আইনে ’হাফসা খাদ্য ভাণ্ডারের’ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে সকালে গাজীপুর শহরের কোনাবাড়ি ও চান্দনা-চৌরাস্তা মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় গাজীপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন