শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুর চিনিকলের জমি দখলে ভূমিদস্যুদের তান্ডব প্রশাসনের রহস্যজনক নীরবতা

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জস্থ রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে গতকাল (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় খামার এলাকায় মাইকিং করার সময় চিনিকলের এক নিরাপত্তারক্ষীকে অপহরণ করে দুই ঘণ্টা আটকে রাখে ভ‚মিদস্যু সন্ত্রাসীরা। পরে মুছলেকা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ওই নিরাপত্তারক্ষী ছাড়া পায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
চিনিকল সূত্রে জানা গেছে, গত তিনমাস ধরে গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা রংপুর চিনিকলের মালিকানাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শতাধিক একর জমির ইক্ষু কেটে একটি চিহ্নিত ভূমিদস্যু গ্রæপ অবৈধভাবে বাড়িঘর তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐ চালিয়ে আসছিলো। একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে তীর-ধনুক সজ্জিত ২৫-৩০ জনের একটি সাঁওতাল সন্ত্রাসী বাহিনীকে জমি দেয়ার প্রলোভনে ঘরবাড়ি নির্মাণ করে দিয়ে সেখানে একটি সন্ত্রাসী ক্যাম্প স্থাপন করা হয়। এখানে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টানিয়ে এর আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাÐ চললেও রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভ‚মিকা পালনের অভিযোগ করে আসছে চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা আরো অভিযোগ করে, সাহেবগঞ্জ ইক্ষু খামারে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের পুলিশ বাহিনীর সামনে একাধিকবার ওই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে চিনিকলের কর্মীদের মারপিট, লুটপাট, ভাঙচুর এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেলেও তারা কোন প্রতিরোধ না করায় তাদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যায়। এরই এক পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গতকাল (বৃহস্পতিবার) খামার এলাকায় আগামি ১২ অক্টোবরের মধ্যে অবৈধ দখলদারদের সন্ত্রাসী আস্তানা সরানোর নির্দেশ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় । আর এই অপরাধে বেলা আড়াইটার সময় আলতাফ হোসেন নামে রংপুর চিনিকলের এক নিরাপত্তা রক্ষীকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে সন্ত্রাসীরা। বেলা সাড়ে চারটায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় ভ‚মিদস্যুরা। গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন