শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বসিলা থেকে গ্রেফতার জেএমবি নেতা উজ্জ্বল রিমান্ডে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৭ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) উজ্জ্বলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব জানায়। এরপর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dadhack ১০ সেপ্টেম্বর, ২০২১, ৬:০০ পিএম says : 0
আল্লাহ তোমাদেরকে রিমান্ডে দিবে চিরজীবনের জন্য জাহান্নামের আগুন. টগবগে গরম পানি খাওয়াবে খাওয়াবে.........
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন