চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফারহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সদর ইউনিয়নের হাকরইল টাওয়ার পাড়া গ্রামে নাচোল থেকে রাজবাড়ীগামী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফারহান ওই গ্রামের সাজিরুল ইসলামের ছেলে।
মরদেহ উদ্ধারকারী নাচোল থানার উপপরিদর্শক (এসআই) লালন কুমার দাস বলেন, সকালে পিতামাতার অগোচরে আপন বড়ভাই ফুয়াদের (১৪) মোটরসাইকেলের সামনে বসে ফারহান। ফুয়াদ পিতার নতুন কেনা মোটরসাইকেলে একই গ্রামের কাউসার (৬) নামের অপর এক শিশুকেও পেছনে বসায়। তিনজনে মোটরসাইকেলে সড়কে বের হলে একটি সেতুর সামনে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক ফুয়াদ ও পেছনে বসা কাউসার পাশের ধান ক্ষেতে ছিটকে পড়ে। অপরদিকে সামনে বসা শিশু ফারহান ছিটকে গিয়ে একটি গাছের গুড়ির সাথে মাথায় আঘাত পায়। ফারহানের পিতা-মাতা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেবার পথে গোদাগাড়ীতে মারা যায় ফারহান।
এ ঘটনায় থানায় জিডি হয়েছে বলেও জানান উপপরিদর্শক লালন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন