বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

যে সকল অ্যাপ থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ৭:২১ পিএম

বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা বেশি ভরসা করেন হোয়াটসঅ্যাপেই। তবে অনেকেই এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে তেমন একটা সতর্ক নন। হোয়াটসঅ্যাপের মতোই কিছু ভুয়া অ্যাপ আছে, যা ব্যবহার করলে আপনার আসল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে যাবে।

আসল হোয়াটসঅ্যাপে যে সুবিধাগুলি এখনও আসেনি, সেই ধরনের সুবিধা দেয়া হয় এই ভুয়া অ্যাপে। ফলে ব্যবহারকারীরা অনায়াসে এই নকল অ্যাপগুলোর প্রতি আকৃষ্ট হয়ে এগুলো ডাউনলোড করে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাটে ট্রান্সফার করে ফেলেন। যদিও এগুলি প্লে-স্টোরে পাওয়া যায় না, অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। এই রকম দুটি ভুয়া অ্যাপের নাম ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ আর ‘জিবি হোয়াটসঅ্যাপ’।

ভুয়ো অ্যাপ ব্যবহার করলে কী কী সমস্যা হবে? ১) এই ভুয়া অ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অচিরেই আপনার অ্যাকাউন্ট চিরতরে নিষিদ্ধ ঘোষণা করবে। ২) নকল অ্যাপ ডাউনলোড করলে তার সঙ্গে ফোনে বিপজ্জনক ম্যালওয়ার ইনস্টল হবে, যার ফলে হ্যাকাররা সহজেই ফোনের উপর নজর রাখতে পারে। সূত্র: এনগ্যাজেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md Ataur Rahman ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩১ এএম says : 0
Thank,s
Total Reply(0)
Shahriar Islam Alvi ১৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:০৭ পিএম says : 0
তাই নাকি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন