বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা একটি ঘুম ভাঙানিয়া ডাক আমরা গভীর ঘুমে : গুতেরেস

করোনা ও আবহাওয়া বিষয়ে জরুরি পদক্ষেপের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

মহামারি করোনাভাইরাস এবং আবহাওয়া পরিবর্তন বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে রাষ্ট্রসমূহের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্ব ভুল পথে চলছে। করোনা একটি ঘুম ভাঙানিয়া ডাক। কিন্তু আমরা গভীর ঘুমে আচ্ছন্ন।’ আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে শুক্রবার গুতেরেস দুঃখ করে বলেন, টিকা উৎপাদনকারী দেশসমূহ ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের জনসংখ্যার ৭০ শতাংশের কাছে টিকা পৌঁছানোর লক্ষ্য পূরণে উৎপাদন বাড়াতে ব্যর্থ হয়েছে। গুতেরেস বলেন, জীবন সংহারি জরুরি প্রয়োজনের সময়েও এক হওয়ার সমন্বিত ব্যর্থতা করোনা আমাদের দেখিয়ে দিয়েছে। আবহাওয়া বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন বিলম্ব করার আহবান নাকচ করে গুতেরেস বলেছেন, এটি ভালো হবে না। বিলম্ব অনেক হয়েছে। বিষয়টি জরুরি। নভেম্বরে স্কটল্যান্ডে আবহাওয়া বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভ্যাকসিন বৈষম্যের কারনে আবহাওয়া কর্মীরা এটি স্থগিতের দাবি জানিয়েছে। গুতেরেস সবচেয়ে দূষণকারী দুটি দেশ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতি আবহাওয়া পরিবর্তন রোধকল্পে আরও কিছু করার আহবান জানিয়েছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন