বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হয় যুদ্ধে, না হয় কারাগারে যাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে অস্বীকৃতি জানানোয় সারাহ নামে এক ইসরাইলি তরুণীকে কারাদন্ড দিয়েছে দখলদার ইসরাইল। খবর আরব নিউজের। উল্লেখ্য, ইসরাইলে প্রাপ্তবয়স্ক পুরুষদের বধ্যতামূলকভাবে ৩ বছর এবং নারীদের দুই বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়। দেশটির কাফর ইয়োনা শহর থেকে বাসে করে তেলআবিবের উপকণ্ঠ তেলহাশোমার এলাকার একটি সেনা ক্যাম্পে যান ১৮ বছরে পা দেওয়া ইসরাইলি তরুণী সারাহ। সেখানকার সেনা কর্মকর্তারা আশা করছিলেন সারাহ আগামী দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করবেন। প্রথম চার মাস তাকে এখানে রাইফেল চালনা শেখানো হবে এবং এরপর তাকে দেশটির সীমান্তে কাজ করা সেনাবাহিনীর প্রথম সারিতে নিযুক্ত করা হবে। এ কথা জানতে পেরে তিনি সেনাবাহিনীতে কাজ করবেন না বলে জানিয়ে দেন। কারণ, এক্ষেত্রে তাকে সীমান্তে নিরাপরাধ ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করতে হতে পারে। এছাড়া, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেখানে ইহুদি বসতি গড়ারও বিরোধী সারাহ। তিনি সেখানকার প্রধান কর্মকর্তাকে বলেন, ইসরাইলের বর্ণবাদী আচরণ, সন্ত্রাসী কর্মকান্ড এবং দখলদার নীতি তার পছন্দ না। এ জন্য তিনি ফিলিস্তিনবিরোধী কোনো কর্মকান্ডে নিজেকে জড়াবে না। এ কথা শুনে তাকে সাথে সাথে আটক করে জেলে পাঠানো হয়। তাকে প্রাথমিকভাবে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shofik ১২ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩৪ এএম says : 0
Someone has feelings for the Palestinians while many so called Muslims avoid even though they know what the truth is
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন