শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী ও প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি আদায় না হলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর গোরহাঙ্গা কামারুজ্জামান চত্ত¡র এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রাক চালক লিটন ও আবু তালেব প্রমাণিকসহ সকল হত্যার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দেষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূক শাস্তির ব্যবস্থা করতে হবে। সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সকল হত্যা মামলা প্রত্যাহার। ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদান করতে হবে। পরিবহনের সময় মালামাল চুরি-ডাকাতি-ছিনতাই রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ প্রদান, সড়ক-মহাসড়কের পাশে ও প্রত্যেক জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা, টার্মিনাল ছাড়া সারা দেশের সিটি করপোরেশন-পৌরসভার সড়ক-মহাসড়কে চাঁদা বন্ধ করা, সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশের অধীন তদারকির ব্যবস্থা করা এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করা।
মানববন্ধনে বাংলাদেশ ট্রাক-কার্ভাডভ্যান ট্যাংকলরী প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ রাজশাহী জেলা ও নগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন