বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়া হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৮ পিএম

কুষ্টিয়ায় মাইক্রোবাস চালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক তাজুল ইসলামের আদালত এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-পলাতক আসামী ঝিনাইদহের স্বরূপদহ গ্রামের বাসিন্দা রজব আলী জোয়াদ্দারের ছেলে মানিক জোয়াদ্দার (৩৭), মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের হাসান আলীর ছেলে কোরবান আলী (৪৭), সদর উপজেলার বাহির বোয়ালদহ গ্রামের আফিল উদ্দিন সর্দারের ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৫২), চরসাদিপুর গ্রামের নুজদার সেখের ছেলে সোহান (৩৭), মাগুড়া জেলার হাফিজুর মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন মান্না ওরফে সাগর (৩৭) এবং আদালতে উপস্থিত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নফর আলী শাহের ছেলে কাওছার আলী (৪০)।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুলাই রাত সাড়ে ৩টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের স্টিল ব্রিজ নামক স্থানে মাইক্রো ছিনতাই চক্রের সদস্য আসামীরা পরিকল্পিতভাবে মাইক্রো চালক কাবিজুর রহমান (৪০)কে মাইক্রোসহ অপহরণ করে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করে আসামীরা নিহতের লাশ ফেলে মাইক্রোটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নিহতের ভাই মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ বাদী হয়ে ২৯ জুলাই অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১০ সালে ২৩ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক ৭ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী কাওছার আলী ব্যাতীত অপর ৫ জন আসামী পলাতক ছিলেন। এছাড়া ছলেমান নামের আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন