মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১৫ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার নিমজ্জিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বঙ্গোপসাগরে নামবিহীন একটি মাছ ধরা ট্রলার নিমজ্জিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়। সৈকতে থাকা দুটি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্রলারের কাছে গিয়ে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধারকৃত জেলেরা সবাই সুস্থ আছেন। নিমজ্জিত ট্রলারটি কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের।
কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক প্রত্যক্ষদর্শী আবির হাসান বলেন, আমি ও আমার সঙ্গীরা সমুদ্রে গোসল করছিলাম। এমন সময় ঢেউয়ের ঝাপটায় মাছধরা ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক কুয়াকাটা সৈকতে থাকা দুটি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়।
নিমজ্জিত ট্রলারের মাঝি আলী হোসেন জানান, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছ ধরা বিরত রেখে পায়রা বন্দর মোহনা সংলগ্ন হাইরের চরে ট্রলার নোঙর করে রাখে। গতকাল সকাল থেকে সমুদ্র আরও উত্তাল হলে সেখানেও তারা টিকতে পারেনি। পরে মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্রে পৌঁছালে ঢেউয়ের ঝাপটায় তার ট্রলারটি নিমজ্জিত হয়ে যায়।
আলীপুর ও কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, নিমজ্জিত ট্রলারের ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারটি নিমজ্জিত হবার কারণে জালসহ অন্যান্য আসবাবপত্র মিলিয়ে কুড়ি লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ট্রলার মালিকের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন