বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাদকাসক্ত ছিলেন হিটলার

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাৎসি নেতা ও জার্মান চ্যান্সেলর এডলফ হিটলার ভয়াবহ মাদকাসক্ত ছিলেন। কয়েক হাজার আফিম ইনজেকশন নেয়ার কারণে তার দেহের অধিকাংশ ধমনী নষ্ট হয়ে গিয়েছিল। মাদকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে হিটলারে খামখেয়ালি সিদ্ধান্তের সংখ্যা বাড়ছিল, যার পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরস্কারপ্রাপ্ত জার্মান লেখক নরম্যান ওহলের নতুন একটি বই থেকে এ তথ্য জানা গেছে। ব্লিতজেড : ড্রাগস ইন নাৎসি জার্মানি নামক বইটিতে বলা হয়েছে হেরোইনের মতো উপাদান দিয়ে তৈরি ইকোডেল নামক মাদক ব্যবহার করতেন হিটলার। ১৯৪৪ সালে স্নায়ুবৈকল্যের ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হতো। ওহলের তার এই তথ্যের জন্য হিটলারের ব্যক্তিগত চিকিৎসক ডা. থিও মোরেলের লেখা উদ্ধৃত করেছেন। মোরেল একসময় অভিযোগ করেছিলেন, তার রোগীর (হিটলারের) দেহের অধিকাংশ ধমনী দুর্বল হয়ে পড়ায় তিনি আর তাকে ইনজেকশন দিতে পারছেন না। মোরেল লিখেছিলেন, আগের ছিদ্রটি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য আজ আমি ইনজেকশন দেয়া বাতিল করেছি। বাম হাতের কনুইয়ের অবস্থা ভালো। তবে বাম হাতের যেখানে ইনজেকশন দেয়া হয়েছিল সে স্থানটিতে এখনো লাল দাগ রয়ে গেছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন