মানবপাচার প্রতিরোধ ও পাচার শিকার হওয়া ভিকটিমদের উদ্ধারপূর্বক কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি এনজিও সংস্থা আশ্বাস মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের জন্য প্রকল্প হাতে নিয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও এসডিএস’র অর্থায়নে এটি বাস্তবায়ন করে অগ্রগতি সংস্থা নামক আরেকটি প্রতিষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন