শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যা চেষ্টা, অতঃপর জীবিত উদ্ধার

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ডিবি পুলিশের পরিচয়ে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা নিশ্চিত করে ঘাতকরা চলে যাওয়ার পর তাকে জীবিত উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল। গত শনিবার গভীর রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া মালঝিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। উদ্ধারকৃত হারুন ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। হারুনের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সিএনজিতে ৪/৫ ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয়ে হারুন কে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং পাশের নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রামের কাছে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ মেরে শরীরের নানা স্থানে মারাত্মক রক্তাক্ত আঘাত করে। মৃত্যু নিশ্চিত মনে করে চলে যাবার পর হারুন হামাগুড়ি দিয়ে রাস্তার ওপরে আসলে পথচারিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গভীর রাতেই দ্রুত ঝিনাইগাতী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে হারুনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান এবং তার জবানবন্দি রেকর্ড করেন ও তার বাড়িতে খবর দেন। বর্তমানে হারুন শেরপুর সদর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং পুলিশ তার নিরাপত্তায় হাসপাতালে। তবে এ ঘটনার সঠিক কোন কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান গতকাল বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। হারুনকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি এবং সেখানে পুলিশ তাকে নিরাপত্তাও দিচ্ছে, তার বাড়িতেও খবর পৌছে দেয়া হয়েছে। তবে হারুন খুবই অসুস্থ, তাই চিকিৎসার সার্থেই তাকে বেশি কিছু বলা যাচ্ছে না। একটু সুস্থ হলে আরো বিস্তারিত জানা যাবে। তারপরও এ ব্যাপারে ব্যাপক পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন